প্রিয় বাবা-মা,
যেখানে থাকো ভালো আছো নিশ্চয়। আমাকে চিনতে পারছো-? আমি তোমাদের হারিয়ে যাওয়া মেয়ে সুমাইয়া। মনে পড়ে মা আজ থেকে ১৫ বছর আগের কথা। ঐ সময় তোমরা ঢাকায় থাকতা। তখন আমি মাত্র ৩ বছরের ছোট্ট মেয়ে সুমাইয়া। মা আমি কি তোমাদের বোঝা ছিলাম? কেনো আমাকে অবহেলা করেছো? কেনো আমি তোমাদের চোখের আড়ালে চলে গিয়ে ছিলাম। নাকি তোমরা আমাকে ষড়যন্ত্র করে বিক্রি করেছ? আচ্ছা আমি যদি তোমাদের কাছে বেশী হয়ে থাকি। যখন তোমার গর্ভে ছিলাম তখন কেনো জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে আমাকে মেয়ে ফেলোনি? অথবা আমার জন্মের পর বেশী মনে হলে ময়লার স্তুপে ফেলে দিওনি কেনো। তবু মন কে শান্তনা দিতাম। মা তোমার একটু অসাবধানতার কারণে আমার জীবন থেকে ১৫ টি বছর কেটে গেলো তোমাকে ছাড়া। মা তোমার কি মনে আছে এক দিন পাসের রুমের এক আন্টি গরম পানির পাতিল আমার শরীরে পড়েছিলো। সেই গরম পানির দাগ এখন আমার শরীরে আছে। মা বাবার কথা আমার কিছু মনে নাই। তোমার চেহারা ও মনে পড়ে না তোমার নাম ও ভুলে গেছি। শুধু ভাইয়ার নাম মনে আছে। ওর নাম মনে থাকার একটা কারণ আছে আমি মিনার কার্টুন দেখতাম তাই রাজু নামটি আমার খুব পরিচিত। মা তোমাদের ছাড়া জীবন থেকে কখন যে ১৫ টি বছর কেটে গেছে আমি নিজেও জানি না। তবে একেকটি দিন একেকটা বছর সমান কেটেছে। রাব্বিল হাম হুমা কামা রাব্বাইয়ানি ছগিরা। যেখানে থাকো ভালো থাকো তোমরা।
সিটিনিউজ সেভেন ডটকম /এম.এস